Friday, November 7, 2025
HomeScrollকোথায় গেলেন সানি লিওন! সেখান থেকে একগুচ্ছ পোস্টে অভিনেত্রীর
Sunny Leon

কোথায় গেলেন সানি লিওন! সেখান থেকে একগুচ্ছ পোস্টে অভিনেত্রীর

কী লুকেই বা দেখা গেল তাঁকে?

ওয়েব ডেস্ক: বলিউড অভিনেত্রী তথা সঞ্চালক সানি লিওন সর্বদাই থাকেন খবরের শিরোনামে৷  এবার ইন্সটাগ্রামের পাতায় দিলেন তার খোলামেলা পোশাকে বেশ কিছু ছবি। কোথায় ঘুরতে গিয়ছেন অভিনেত্রী, আর কী লুকেই বা দেখা গেল তাঁকে?

সানি লিওন বলে কথা,  প্রতি পদে পদে যে সেলেবস্টারকে চোখে হারায় ভক্তরা, তাঁর জীবনের না বলা গল্পই একাধিকবার ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সানি বরাবরই খোলামেলা কথা বলতে বেশি পছন্দ করেন। মাঝে মধ্যেই নিজের জীবনের গোপন কাহিনি অনুরাগীদের কাছে তুলে ধরতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে অকপট পাওলি দাম

তবে সানি লিওন-কে বরাবরই দেখা যায় খোলামেলা পোশাকে নেটাগরিকদের মনে ঝড় তুলতে। সেরকমই আরও বেশ কিছু ছবি এবার ইন্সটাগ্রামের পাতায়। সেখানে দেখা যাচ্ছে, মালডিভসে বেরাতে গিয়েছেন সানি লিওন। পরনে তার কালারফুল ডিপ কাট ক্রপ টপ ও শর্টস। চোখে রোদ চশমা পরে সানি লিওন পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। ক্যামেরায় তার ক্লিভেজ দেখে কার্যত ঘুম উড়েছে পুরুষ ভক্তদের।

দেখুন খবর:

Read More

Latest News